আঞ্জুমান এ.বি.এম.জি কিবরিয়া বালিকা হোম (এতিমখানা) ও আঞ্জুমান শেঠ ইব্রাহিম মোহাম্মদ ডুপ্লে বালক হোম (এতিমখানা)-এর যৌথ উদ্যোগে বালিকা হোম প্রাঙ্গন গেন্ডারিয়ায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বালক হোমের নিবাসী মোঃ তানিজুল ইসলাম। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি আঞ্জুমানের ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব এ মতিন চৌধুরী। অনুষ্ঠানে বালক-বালিকা হোমের নিবাসীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বালিকা হোমের চেয়ারম্যান জনাব মোরশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বালিকা হোমের শিক্ষার্থী আফিয়া আক্তার, আঞ্জুমানের নির্বাহী পরিচালক জনাব মোঃ মাহফুজুর রহমান, আঞ্জুমানের সহ-সভাপতি জনাব মিতালী হোসেন। এরপর বালক-বালিকা হোমের কচি-কাচাঁ নিবাসীদের অংশগ্রহণে প্যারেড, বিভিন্ন শারীরিক কসরত, ডিসপ্লে ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আঞ্জুমানের ট্রাস্টি ও সহ-সভাপতি জনাব মোহাম্মদ আজিম বখ্শ, লায়ন আব্দুর রশিদ রাশেদ এম.জে.এফ, এছাড়া ব্যবস্থা পরিষদের সদস্যবৃন্দ, সংস্থার যুগ্ম-পরিচালক (প্রশাসন, শাখা কার্যক্রম), উপ-পরিচালক (হিসাব), আঞ্জুমানের শিক্ষক শিক্ষয়িত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।