২০২২ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় আঞ্জুমান এ.বি.এম.জি কিবরিয়া বালিকা হোম (এতিমখানার) ৬ (ছয়) জন নিবাসী (শিক্ষার্থী) অংশগ্রহণ করে ৬ জনই জিপিএ-৫ পেয়েছে (৪ জন গোল্ডেন এ+)। বালিকা হোমের নিবাসীদের পরীক্ষার ফলাফলের এ তথ্যটি হোম সুপারের মাধ্যমে 'গণভবনের' কম্পট্রোলার জনাব মোহাম্মদ রাসু অবহিত হন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। জনাব মোহাম্মদ রাসু হোম সুপারকে ফোন করে জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী আঞ্জুমান এ.বি.এম.জি বালিকা হোমের নিবাসীদের পরীক্ষার ফলাফলের জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তিনি বালিকা হোম সুপারসহ সকল কর্মকর্তা, হোম কমিটি এবং আঞ্জুমানের সংশ্লিষ্ট সকালকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য যে, এই পরীক্ষায় আঞ্জুমান শেঠ ইব্রাহিম মোহাম্মদ ডুপ্লে বালক হোমের (এতিমখানা) ২ (দুই) জন নিবাসী অংশগ্রহণ করে। তাদের ২ জন জিপিএ ৫ পেয়েছে (১ জন গোল্ডেন এ+)। আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হোম নিবাসীদের সাফল্য কামনা করে।