বিগত কয়েক দিনের অতিবর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় বৃহত্তর সিলেট এলাকায় ক্ষতিগ্রস্থ বন্যাক্রান্তদের সহায়তার জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কেন্দ্র হতে সিলেট শাখার অনুকূলে ৫.০০(পাঁচ লক্ষ) টাকা বরাদ্দ করা হয়েছে এবং আঞ্জুমানের সিলেট শাখার মাধ্যমে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারসহ বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ত্রাণ কার্যক্রম আরো সম্প্রসারিত ও বেগবান করার লক্ষ্যে আপনিও আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে এ মহতী কাজে অংশ গ্রহণ করতে পারেন। এ উদ্দেশে নিম্নোক্ত হিসাব নম্বরে আর্থিক সহায়তা প্রেরণের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানানো যাচ্ছে।
অর্থ প্রেরণের জন্য : বিকাশ ও নগদ (মার্চেন্ট) ০১৩১৮-২৪২৯৯৯ রকেট বিলার—২৯৪৬
শাহজালাল ব্যাংক ৪০১৮১২১০০০০২৪০৯ (যাকাত) এবং ৪০১৮১৩১০০০০০২৭৬ (সাদাকা)